গল্পের পান্ডুলিপি
জাহাঙ্গীর বারী
গল্পের শেষ অধ্যায়ে কেন এমন করুণ পরিণতি,
গল্পটা তো হতে পারতো আরো প্রগতি।
পেতে পারতো স্নিগ্ধতার পরশের জ্যোতি,
ঢেকে দিলো সব শুক্লপক্ষের তিথি।
আবেগ যতক্ষণ গল্পের মাধুর্যের রেশ ততক্ষণ,
আবেগ মেঘে ঢেকে যায় যখন,
গল্পের চরিত্রের দিক পরিবর্তন হয় তখন,
গল্প আর থাকে না গল্পের মতন।
গল্পের পান্ডুলিপিটি হয়নি পরিমার্জিত,
গল্পের কুশীলব পরিহাসে হাসে স্মিত।
গল্প দিয়ে হয় কি ভালোবাসা অর্জিত,
গল্পের চরিত্রের সাথে আবেগটাও হয় বর্জিত।
গল্পে থাকে কত আবেগ ভরা বাক্য শব্দ,
গল্পের সব আবেগ হয় কি লব্ধ।
জীবনের গল্পটা যে পুরোপুরি নিস্তব্ধ,
জীবনের ভালোবাসাটা পুড়ে পুড়ে হয় দগ্ধ।
গল্পটা হতো যদি সত্যিকারের ভালোবাসায় ভরা,
কতই না সুন্দর হতো জীবনের বসুন্ধরা।
সব ভালোবাসা কেড়ে নিয়েছিলো যেন কারা,
জীবন গল্পটা হয়ে গেলো ছন্নছাড়া।
সত্যিকারের ভালোবাসায় হোক সত্যিকারের গল্প,
ভালোবাসায় থাকবে না কোনো বিকল্প।
সেথায় থাকবে না কোনো রূপকল্প,
ভালোবাসা আজীবন টিকে থাকুক, হোক দুটি মনের সংকল্প।