সিএনএমঃ
জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকল পদ পদবী থেকে অ্যাডভোকেট জিয়াউল হক মৃধাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
শনিবার (১৭ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের এমপি,দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে চেয়ারম্যানের উপদেষ্টা ও প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকল পদ পদবী থেকে সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধাকে অব্যাহতি প্রদান করেছেন।
ইতোমধ্যে এ আদেশ কার্যকর হয়েছে।