কিছুদিন আগে আমাদের দেশে খুব সুন্দরভাবে ক্ষমতার পরিবর্তন হয়েছে বলে জানিয়ে অস্ট্রেলিয়া রাষ্ট্রদূত জেরেসি ব্রুআর বলেছেন, বাংলাদেশে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুন্দর, খোলামেলা ও স্বচ্ছ পরিবেশ দেখতে চায় অস্ট্রেলিয়া।
রোববার (২৬ জুন) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এমন প্রত্যাশার কথা জানান দেশটির হাই কমিশনার জেরেসি ব্রুআর।
তিনি বলেন, আজ সিইসির সঙ্গে আমাদের খুব সুন্দর আলোচনা হয়েছে। এটা খুব সময়োপযোগী আলোচনা হলো। নির্বাচনের কারিগরি ও অন্যান্য উপকরণ নিয়ে আলোচনা হয়েছে।
এই কূটনীতিক বলেন, কিছুদিন আগেই আমাদের দেশেও নির্বাচন হয়েছে। খুব সুন্দরভাবে ক্ষমতার পরিবর্তন হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার অস্ট্রেলিয়ায় নেই, নির্বাচনী ব্যবস্থার এমন অনেক সাদৃশ্য-বৈসাদৃশ্য নিয়ে আলোচনা হয়েছে। খুব সুন্দর এবং ফলপ্রসূ আলোচনা হয়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সুন্দর, খোলামেলা, স্বচ্ছ পরিবেশে নির্বাচন হতে হবে।