রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারের উপরে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মো. শাওন নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (২৫ জুন) দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে খবর পেয়ে তার বাবা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ ( ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ১টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত শাওনের বাবা সিরাজ মিয়া বলেন, রাতে মোটরসাইকেল নিয়ে সে বাইরে বের হয়। পরে খবর পেলাম সে খিলগাঁও ফ্লাইওভারে অজ্ঞাত গাড়ির ধাক্কায় আহত হয়েছে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানায় আমার ছেলে আর নেই।
তিনি আরও বলেন, আমরা বর্তমানে সবুজবাগ থানার মায়াকানন এলাকায় থাকি।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা রাতেই সংশ্লিষ্ট থানাকে বিষয়টি জানিয়েছি।