1. hrhfbd01977993@gmail.com : admi2017 :
  2. editorr@crimenewsmedia24.com : CrimeNews Media24 : CrimeNews Media24
  3. editor@crimenewsmedia24.com : CrimeNews Media24 : CrimeNews Media24
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০২:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

শ্রীলঙ্কার রাষ্ট্রীয় বিমান সংস্থা বিক্রির পরিকল্পনা

  • আপডেট সময় বুধবার, ১৮ মে, ২০২২, ১.২১ পিএম
  • ১৫২ বার পড়া হয়েছে
শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী দেশের অনিশ্চিত অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সতর্ক করার পর প্রথমবারের মতো মঙ্গলবার দেশটির আইনপ্রণেতারা পার্লামেন্ট অধিবেশনে মিলিত হয়েছেন। এর আগের দিন নতুন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে টেলিভিশনে দেওয়া ভাষণে দ্বীপদেশটির জনগণকে ‘অপ্রীতিকর ও ভয়াবহ পরিস্থিতির’ মুখোমুখি হওয়ার ব্যাপারে সতর্ক করেছেন। জরুরি আমদানির জন্য শ্রীলঙ্কার জরুরি ভিত্তিতে ৭৫ মিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা প্রয়োজন বলেও এ সময় উল্লেখ করেন তিনি।
তিনি বলেছেন, এ মুহূর্তে একদিন চলার মতো পেট্রল মজুদ আছে আমাদের। আগামী কয়েক মাস থেকে যাচ্ছে আমাদের জীবনের সবচেয়ে কঠিন মাস শ্রীলঙ্কার বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০১৯ সালের নভেম্বরেও ছিল ৭৫০ কোটি ডলার, এখন তা নেমে শূন্যের কাছাকাছি চলে এসেছে; অর্থনীতি সচল রাখতে আগামী কয়েকদিনের মধ্যে ৭ কোটি ৫০ লাখ ডলার দরকার। জরুরি সব ওষুধও শেষ হয়ে গেছে।
টেলিভিশন ভাষণে তিনি আরও বলেন, নতুন সরকার ‘শ্রীলঙ্কান এয়ারলাইন্স’কে বেসরকারিকরণের পরিকল্পনা হাতে নিয়েছে। আর্থিক স্থিতিশীলতা অর্জন করার প্রচেষ্টার অংশ হিসেবে সরকারি কর্মচারীদের বেতন দেওয়ার জন্য কাগজের মুদ্রা ছাপতে যাচ্ছে দেশটি।
জ্বালানির অভাবে লোডশেডিংয়ের পরিমাণ বেড়ে দিনে ১৫ ঘণ্টা পর্যন্ত হতে পারে বলেও আশঙ্কা করছেন তিনি। দেশটিকে জ্বালানির প্রায় পুরোটাই আমদানি করতে হয়। লঙ্কান এই প্রধানমন্ত্রী বলেন, যে কঠিন সময় পার করেছি আমরা, সামনের অল্প কিছু সময় তার চেয়েও কঠিন সময় পাড়ি দিতে হবে আমাদের।
ভারতীয় ক্রেডিট লাইন ব্যবহার করে দেশে আনা দুটি পেট্রোল এবং দুটি ডিজেলের চালান আগামী কয়েক দিন স্বস্তি দিতে পারে বলে উল্লেখ করেন তিনি। তবে শ্রীলঙ্কা ১৪টি প্রয়োজনীয় ওষুধের ঘাটতিরও মুখোমুখি হচ্ছে বলে জানান রনিল। অর্থনৈতিক সঙ্কট মোকাবিলায় সরকারের ভূমিকার প্রতিবাদে এক মাসের বেশি সময় ধরে চলা বিক্ষোভ গত সপ্তাহে সহিংস হয়ে ওঠে। প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষের সমর্থকরা কলম্বোয় সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর হামলা চালালে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সরকারের মন্ত্রী ও আইনপ্রণেতাদের বাসাবাড়িতেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এই সংঘর্ষে কমপক্ষে ৯ জন নিহত ও ৩০০ জন আহত হয়।
এক পর্যায়ে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের নির্দেশে ৯ মে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে। বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনেও চড়াও হন। সপরিবারে তিনি বাসভবনে আটকা পড়েন। পরদিন বিশেষ সেনা অভিযানে তাকে সেখান থেকে উদ্ধার করে একটি নৌঘাঁটিতে নিয়ে যাওয়া হয়।
এরপর নতুন প্রধানমন্ত্রী হিসেবে প্রবীণ রাজনীতিক রনিল বিক্রমাসিংহকে নিয়োগ দেন প্রেসিডেন্ট। এখন পর্যন্ত তার মন্ত্রিসভায় চারজনকে নিয়োগ দেওয়া হয়েছে। তারা সবাই রাজাপক্ষের পোদুজানা পেরামুনা পার্টির সদস্য। তবে এখনও অর্থমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ পদে কারও নাম ঘোষণা করা হয়নি। বিরোধী দলগুলোকে সরকারে যোগ দেওয়ার আহ্বান জানানো হলেও তারা প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে অনড় রয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_crimenew87
© All rights reserved © 2015-2021
Site Customized Crimenewsmedia24.Com