ফ্রান্সের শ্রম ও কর্মসংস্থানবিষয়ক মন্ত্রী এলিজাবেথ বর্নি দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ তাকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিলেন। ফরাসি প্রেসিডেন্টের সরকারি দপ্তর এলিসি প্রাসাদের বরাত দিয়ে সোমবার (১৬ মে) এ তথ্য নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
দেশটিতে ৩০ বছর পর প্রথম নারী হিসেবে প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন এলিজাবেথ বোর্নি। তিনি পেশায় একজন প্রকৌশলী। এর আগে ফ্রান্সের বর্তমান প্রধানমন্ত্রী জ্যঁ কাসটেকস এমানুয়েল ম্যাক্রোঁর কাছে পদত্যাগপত্র জমা দেন। বোর্নিকে দায়িত্ব প্রদান করার সময় তিনি ভাষণ দেন। সেখানে তিনি সমাজের নারীদের অবস্থান নিয়ে কথা বলেন। নারীদের অধিকার রক্ষায় কাজ করার প্রতিশ্রুতিও দেন তিনি।
কিছুদিন আগেই এমানুয়েল ম্যাক্রোঁ দ্বিতীয় মেয়াদে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হন।
এলিজাবেথ বোর্নি ফ্রান্সের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রীর দায়িত্ব পেলেন। দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন এদিথ ক্রেসোঁ।