শনিবার সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট নির্বাচিত হন দীর্ঘদিনের ডি ফ্যাক্টো শাসক শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। শেখ মোহাম্মদ প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর পরই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাকে অভিনন্দন জানিয়েছেন। তিনি জানান, শেখ মোহাম্মদ প্রেসিডেন্ট হিসেবে এই নির্বাচন দুই দেশের মধ্যে ‘বন্ধুত্বপূর্ণ সম্পর্ক শক্তিশালী’ করতে সাহায্য করবে।
সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল সুপ্রিম কাউন্সিল শেখ মোহাম্মদকে নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করেছেন। এর মাধ্যমে ১৯৭১ সালে বাবার প্রতিষ্ঠিত তেল সমৃদ্ধ দেশের শাসক হলেন তিনি। ‘এমবিজেড’ নামে পরিচিত শেখ মোহাম্মদ সংযুক্ত আরব আমিরাতের সাতটি আমিরাতের শাসকদের নিয়ে গঠিত ফেডারেল সুপ্রিম কাউন্সিলের সদস্যদের সঙ্গে দেখা করেন। ফেডারেল সুপ্রিম কাউন্সিল তার সৎ ভাই প্রয়াত প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের মৃত্যুতে এক শোকসভার আয়োজন করে। সেখানেই তিনি নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন।