পশ্চিমবঙ্গে ইডির হাতে প্রশান্ত হালদারসহ ছয় জনের গ্রেফতারের পর ইডি ম্যারাথন জেরা চালিয়ে যাচ্ছে। এই ঘটনায় পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলেও রীতিমতো তোলপাড় পড়ে গেছে। কে বা কারা পিকে হালদার ও বাকি ধৃতদের ভারতীয় পরিচয়পত্র পাইয়ে দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করেছে, তা খুঁজে বের করতে মরিয়া তদন্তকারীরা।
এ পরিস্থিতিতে প্রশান্ত হালদারসহ ছয় জনের গ্রেফতারের ২৪ ঘণ্টার মধ্যেই রোববার মুখ খুলেছেন পশ্চিমবঙ্গের বনমন্ত্রী তথা হাবড়ার তৃণমূল কংগ্রেস বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক।
এ বিষয়ে তিনি জানান, আইন আইনের পথে চলবে। এখানে কাউকে রেয়াত করা হবে না। যে বা যারা এ কাজের সঙ্গে যুক্ত থাকবে, তাদেরকে গ্রেফতার করা হবে। যদিও প্রশান্ত কুমার হালদার বা তার সহযোগীদের বিরুদ্ধে ভারতীয় আধার কার্ড, প্যান কার্ড, বা আধার কার্ড তৈরির যে অভিযোগ উঠেছে তা মানতে চাননি বনমন্ত্রী।
তিনি বলেন, আমি কোনও ‘আলটপকা’ মন্তব্য করতে পারি না। আমি তথ্য জেনে তারপর মন্তব্য করতে পারি। কারণ আমি একজন মন্ত্রী। তবে এই ধরনের বাংলাদেশিদের ক্ষেত্রে যদি কেউ ভারতীয় পরিচয়পত্র করে দেওয়ার ক্ষেত্রে সুবিধা পাইয়ে দিয়ে থাকে, তাহলে প্রমাণ পেলে তার বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।