শ্রীলঙ্কায় তীব্র হচ্ছে অর্থনৈতিক সংকটের মধ্যে প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে সোমবার (৯ মে) পদত্যাগ করেন। এর মধ্যেই গুঞ্জন উঠেছে রাজাপক্ষে সপরিবারে ভারতে পালিয়ে গিয়েছেন। তবে শ্রীলঙ্কায় ভারতীয় হাইকমিশন এই খবর অস্বীকার করেছে।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবদনে এ তথ্য প্রকাশ করা হয়।
ভারতীয় হাইকমিশন এক টুইটে বার্তায় জানিয়েছে, ‘সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কিছু রাজনৈতিক ব্যক্তি এবং তাদের পরিবারের ভারতে পালিয়ে যাওয়ার গুজব ঊঠেছে। এগুলি ভুয়া এবং মিথ্যা খবর, যার কোনও সত্যতা নেই। হাইকমিশন এ ধরনের বিভ্রান্তিকর খবর দৃঢ়ভাবে অস্বীকার করছে।’
রাজাপক্ষে পদত্যাগের পরে বিক্ষোভকারীদের তোপের মুখে কড়া নিরাপত্তায় মঙ্গলবার (১০ মে) সরকারি বাসভবন ‘টেম্পল ট্রি’ ছাড়েন। সেখান থেকে পূর্ব উপকূলে শ্রীলঙ্কার ত্রিনকোমালির একটি নৌঘাঁটিতে আশ্রয় নেন তিনি। সেখানেও বিক্ষোভকারীরা ঘেরাও করে। এরপরই গুজব ছড়িয়ে যায় সপরিবারে ভারতে পালিয়ে গেছেন মাহিন্দা রাজাপক্ষে।