আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন এগিয়ে যাচ্ছে। দেশে আর অভাব নেই। প্রত্যন্ত গ্রামাঞ্চলেও আগের মতো বাসি ভাত এখন আর পাওয়া যায় না। শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা এখন বিশ্ব নেতারাও করেন। শুধু বিএনপি শেখ হাসিনার উন্নয়ন চোখে দেখে না।
শুক্রবার (৬ মে ) বিকেলে কক্সবাজার হিল ডাউন সার্কিট হাউজে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, মিথ্যাচার করাই বিএনপির কাজ। মিথ্যাচারে একে অপরকে টপকাতে বেশিরভাগ নেতা মিথ্যাচার করেন। মির্জা ফখরুল ইসলাম রাজনৈতিকভাবে আত্মবিশ্বাসের সঙ্গে মিথ্যাচার করছেন।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, দুঃসময়ের ত্যাগী নেতাকর্মী যারা শ্রম, মেধা ও ত্যাগ দিয়ে রাজনীতিকে টিকিয়ে রেখেছেন তাদেরই পদে আনা হবে। মাদক কারবারিদের দলে ঠাঁই হবে না ।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট কে ফরিদুর ইসলাম চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আবছার আহমেদ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাল্ট করিম, পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলাম, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুর ইসলাম প্রমুখ।