সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ঈদ আনন্দ করতে বের হয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর অ্যাপ্রোচে ধাক্কা লেগে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও দুই কিশোর।
মঙ্গলবার (৩ মে) সন্ধ্যায় উপজেলার তাড়াশ-রানীহাট আঞ্চলিক সড়কের ধোপাগাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কিশোর মেহেদি হাসান (১৭) উপজেলার পাড়িল গ্রামের আবু বক্কারের ছেলে।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঈদে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয় তিন বন্ধু। সন্ধ্যায় তারা ধোপাগাড়ি এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি সেতুর অ্যাপ্রোচে ধাক্কা লাগে। এতে তারা তিনজনই গুরুতর আহত হয়।
পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া অপর দুজনকে বগুড়ায় রেফার করা হয়েছে।