সিএনএম প্রতিবেদকঃ
অবৈধভাবে মহেশপুর সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৬জন নারী, ৬জন পুরুষ ও ৬জন শিশুসহ ১৭ জনকে আটক করেছে মহেশপুর ৫৮ বিজিবি।
শুক্রবার সাড়ে ১২টায় সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান স্বাক্ষরিত প্রেস ব্রিফিংয়ে মহেশপুর ৫৮ বিজিবি জানান, অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনের চেষ্টাকালে ভোর রাতে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ শ্যামকুড় বিওপির সীমান্ত পিলার ৬০/১১৮-আর হতে আনুমানিক ০৩ কি: মিঃ বাংলাদেশের অভ্যন্তরে মহেশপুর উপজেলার একাশিপাড়ার কাশেম মিয়ার ইট ভাটার পাশে পাকা রাস্তার উপর হতে ৪ জন নারী,২ জন পুরুষ ও ৪ জন শিশু, মাটিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৫২/১৪-আর হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার মাটিলা গ্রামের আঃ মজিদের আম বাগানের মধ্যে হতে ১জন নারী ও ২ জন পুরুষ ও মাটিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৫৩ হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার মকরধ্বজপুর গ্রামের আতিকুলের কলা বাগানের মধ্যে হতে ১ জন নারী,১ জন পুরুষ ও ২ জন শিশুসহ বাংলাদেশী নাগরিক ১৭ জনকে আটক করেছে মহেশপুর ৫৮ বিজিবি।
এছাড়াও অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তাকারী দালাল ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার মকরধ্বজপুর গ্রামের গোপাল মন্ডল ছেলে মাহাবুল আলম(৩৫)কে আটক করা হয়।
আটককৃত বাংলাদেশী নাগরিকদেরকে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনের চেষ্টা করা এবং অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে পারপারে সহায়তা করার অপরাধে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন।