সিএনএম২৪ডটকমঃ
দ্বিতীয়বারের জন্য মা হলেন করিনা কাপুর খান। দ্বিতীয় সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় হাসপাতালে করিনার পাশেই ছিলেন করিনার স্বামী সইফ আলি খান। জানা গিয়েছে, মা ও সদ্যজাত দুজনেই সুস্থ আছেন।পটৌডি ও কাপুর পরিবারে খুশির হাওয়া।
রবিবার (২১ ফেব্রুয়ারী) মুম্বইয়ের ব্রিঞ্জ ক্যান্ডি হাসপাতালে সকাল ৯টা নাগাদ ফুটফুটে এক পুত্র সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী। দ্বিতীয় সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় হাসপাতালে করিনার পাশেই ছিলেন করিনার স্বামী সইফ আলি খান।জানা গিয়েছে, মা ও সদ্যজাত দুজনেই সুস্থ আছেন।
শুক্রবারই শুক্রবারও বাড়ির বাইরে বান্দ্রায় লেন্সবন্দি হন করিনা। এদিন বেইজ রঙা পোলকা ডট পোশাকে দেখা মিলল ৯ মাসের অন্তঃসত্ত্বা বেবোর। নীল রঙা টি-শার্ট আর জিনসে দেখা গিয়েছে খুদে তারকা তৈমুরের।
গত বছরেই একটি সাক্ষাৎকার ও সোশাল মিডিয়ায় করিনার দ্বিতীয়বার মা হওয়ার খবর জানিয়ে দিয়েছিলেন সইফ আলি খান।
সইফ জানিয়েছিলেন, খুব শীঘ্রই ছোট্ট তৈমুর দাদা হতে চলেছে৷গর্ভাবস্থাকালীন আমির খানের সঙ্গে লাল সিং চাড্ডা ছবির শুটিং শেষ করেছেন বেবো। বেশ কিছু বিজ্ঞাপনের কাজও সেরেছেন তিনি। বেবি বাম্প নিয়েই ফটোশুট করেছেন ৷ নিয়মিত কাজ করেছেন এবং ফিট থেকেছেন৷ দু’দিন আগেই নিজের ফিটনেসের ভিডিও শেয়ার করেছেন ইনস্টাগ্রামে।
দ্বিতীয় সন্তানের জন্মের আগে ইনস্টাগ্রামে অনুরাগীদের উদ্দেশ্যে বার্তাও দেন নায়িকা। গত ১৫ ফেব্রুয়ারি দ্বিতীয়বার সন্তান জন্ম দেওয়ার কথা ছিল। কিন্তু সেই তারিখ পিছিয়ে যায়। অবশেষে ভাইয়ের দাদা হল তৈমুর আলি খান। একরত্তিকে দেখার জন্য ইতিমধ্যে আগ্রহ তৈরি হয়েছে নেটিজেনদের মধ্যে।