রংপুরে এক ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা দাবি ও টাকা ছিনতাইয়ের মামলায় জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রবিনকে (২৮) কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৩ মার্চ) সন্ধ্যায় রংপুর মেট্রোপলিটন তাজহাট আমলি আদালতের বিচারক শুনানি শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে বুধবার (২ মার্চ) রাতে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার হন সিরাজুল ইসলাম রবিন। তিনি নগরীর আলমনগর খামারপাড়া চারতলা মোড় এলাকার মুন্না মিয়ার ছেলে।
শুক্রবার (৪ মার্চ) সকালে ঢাকা পোস্টকে এসব তথ্য নিশ্চিত করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আখতারুজ্জামান প্রধান।
মামলা সূত্রে জানা গেছে, গত শনিবার (২৬ ফেব্রুয়ারি) রংপুর নগরীর আলমনগর খামারপাড়া এলাকার হেলাল আহমেদের ছেলে ব্যবসায়ী নাজমুল সাকিব (২২) বিকেলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্কের মোড়ে যান। সেখানে ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ থেকে ৫০ হাজার টাকা উত্তোলন করে একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন। এ সময় জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রবিন ও তার কয়েকজন সহযোগী ব্যবসায়ী নাজমুস সাকিবের কাছে চাঁদা দাবি করে অতর্কিতভাবে তাকে মারধর করেন। এক পর্যায়ে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে নিকটস্থ কারমাইকেল কলেজের পুকুরপাড়ে নিয়ে বেদম মারপিট করে তার কাছে থাকা ৫৪ হাজার টাকা ও একটি মুঠোফোন ছিনিয়ে নেন। ওই সময় রবিনের সহযোগীরা নিজেদের অপরাধ আড়াল করতে সাকিবের কাছ থেকে জোরপূর্বক স্বীকারোক্তিমূলক জবানবন্দি তাদের মুঠোফোনে ভিডিও ধারণ করেন।
এ ঘটনায় পরের দিন রোববার (২৭ ফেব্রুয়ারি) ব্যবসায়ী নাজমুস সাকিব নিজে বাদী হয়ে ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগে রবিনসহ আরও তিনজনের নাম উল্লেখ করে মেট্রোপলিটন তাজহাট থানায় একটি মামলা করেন। ওই মামলায় আসামি রবিনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তাজহাট থানার ওসি মো. আখতারুজ্জামান প্রধান।