গাজীপুরে এক যুবককে ধরালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২ মার্চ) রাত ৮টার দিকে মহানগরীর দিঘীরচালা এলাকায় দুর্বৃত্তদের হাতে নিহত হওয়ার এ ঘটনা ঘটে।
নিহত কবির হোসেন (৩২) মহানগরের বারবৈকা দক্ষিণপাড়া এলাকার মো. মোস্তফার ছেলে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার জাকির হাসান জানান, রাত পৌনে আটটার দিকে নগরীর ১৬ নং ওয়ার্ডের দিঘীরচালা এলাকায় প্রভাতি স্কুলের সামনে অজ্ঞাত পরিচয়ের দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, নিহত কবির হোসেন মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। মাদক ব্যবসার ভাগ-বাঁটোয়ারা নিয়ে পূর্বশত্রুতার জেরে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে তারা ধারণা করছেন তারা।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মালেক খসরু খান জানান, নিহতের ঘাড়ের বাঁ পাশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। হত্যাকাণ্ডের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।