বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৭:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

আবাসিক হোটেল থেকে তিন প্রতারক আটক

  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২১, ১.২৭ পিএম
  • ৩৬৯ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের জামাইপাড়া এলাকায় সাকিব আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নগদ ৬ হাজার ৬০৬ টাকা, ৬টি অ্যান্ড্রোয়েড মোবাইল, কোরআন শরীফসহ তিন প্রতারককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ সদর মডেল থানার এসআই প্রদীপ কুমার চক্রবর্তী ও এএসআই মো. সাইফুলের নেতৃত্বে পুলিশের একটি দল সাকিব হোটেলের ১১৩ ও ১১৪ নং রুমে অভিযান চালিয়ে প্রতারক চক্রের সদস্যদের আটক করেন।
তাদের বিরুদ্ধে বিভিন্ন মাদরাসা ও এতিমখানার অজুহাত দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পেয়েছে গোয়েন্দা পুলিশ। এছাড়া এ চক্র বিভিন্ন বাসা-বাড়িতে চুরি করে আসছিল বলেও অভিযোগ রয়েছে।
আটককৃতরা হলো- কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানার সিকন্দর নগর বালিপাড়া গ্রামের সালেহ রহমানের ছেলে মো. আল আমীন (২৫), একই গ্রামের আনজু মিয়ার ছেলে মো. আকিব (১৫) ও একই গ্রামের দীন ইসলামের ছেলে।
গত ১১ ফেব্রুয়ারি থেকে সুনামগঞ্জ শহরের এই আবাসিক হোটেলে অবস্থান করে আসছিল বলে জানা গেছে।
সুনামগঞ্জ সদর মডেল থানার এসআই প্রদীপ কুমার চক্রবর্তী তিন প্রতারককে আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2025
Theme Developed BY ThemesBazar.Com