মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজাধানী দুবাইয়ে অবৈধ ম্যাসাজ পার্লারের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ২ হাজার ২৫ ব্যাক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির জাতীয় দৈনিক গালফ নিউজ।
সম্প্রতি দুবাইজুড়ে গড়ে ওঠা অবৈধ ম্যাসাজ পার্লার উচ্ছেদে অভিযান শুরু করেছে সেখানকার পুলিশ। দুবাই পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগের পরিচালক ব্রিগেডিয়ার জামাল আল জাল্লাফ গালফ নিউজকে জানান, নগরের ২১৮টি ফ্ল্যাটে অভিযান চালিয়ে এই ২ হাজার ২৫ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ইতোমধ্যে শালীনতা ভঙ্গের দায়ে তাদের মধ্যে ১ হাজার ৬৪৩ জনের বিরুদ্ধে মামলাও করেছে দুবাই পুলিশ।
এই ম্যাসাজ পার্লারগুলো খদ্দের আকৃষ্ট করতে দালালদের মাধ্যমে কার্ড বিতরণ করে। কার্ডগুলোতে থাকে এক বা একাধিক ফোন নাম্বার। দুবাইয়ের সড়ক বা জনসমাগমপূর্ণ স্থানগুলোতে দালালরা গাড়ির দরজায় এসব কার্ড গুঁজে দেন।
ম্যাসাজ নিতে আগ্রহীরা সেই কার্ডের নাম্বারে ফোন করে পার্লারের ঠিকানা জেনে সেখানে যান এবং সেবা নেন।
জামাল আল জাল্লাফ জানান, বিভিন্ন কার্ডে থাকা এ রকম ৩ হাজার ১১৪টি ফোনের সংযোগ ইতোমধ্যে বিচ্ছিন্ন করা হয়েছে। এছাড়া কার্ড ছাপানো ও বিতরণে সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেফতার করা হয়েছে আরও ১৬৫ জনকে।
অবৈধ ম্যাসাজ পার্লারকে ‘অশ্লীলতার কেন্দ্র’ উল্লেখ করে দুবাইবাসীকে এসব পার্লার থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন ব্রিগেডিয়ার জাল্লাফ। যদি কোনো ব্যক্তি এই পরামর্শ না মানেন তাহলে তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
পাশপাশি, অভিযান সফল করতে দুবাইবাসীকের সহযোগিতা করার আহ্বান জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘যদি কেউ আপনাকে এ ধরনের কোনো কার্ড দেয়, সেক্ষেত্রে যতদ্রুত সম্ভব ৯০১ নাম্বারে ফোন করে পুলিশকে তা জানান।’