চট্টগ্রামের সরকারি হাজি মুহাম্মদ মহসিন কলেজে শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে উভয় পক্ষের ৪ জন আহত হয়েছেন।
সোমবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে এই ঘটনা ঘটে।
চট্টগ্রামের পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেক রহমান ঢাকা পোস্টকে বলেন, মহসিন কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ফুল দেওয়া নিয়ে মারামারির ঘটনা ঘটেছে। এতে চারজনকে আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে জরুরি বিভাগের চিকিৎসক তাদেরকে ২৭ নং সার্জারি ওয়ার্ডে ভর্তি দেন।
আহতরা হলেন- মাস্টার্স শেষ বর্ষের বোরহান উদ্দিন (২৬), এইচএসসি ২য় বর্ষের মো. রিয়াজ (১৯), মো. সুলতান (১৯) ও
প্রিন্স দাশ (১৯)।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, শহীদ মিনারে ফুল দিতে এসে সাবেক প্রয়াত সিটি মেয়র মহিউদ্দিন চৌধুরী ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাসিরউদ্দিনের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মহসিন কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মায়মুন উদ্দিন মামুন ঢাকা পোস্টকে বলেন, ছাত্রলীগের জুনিয়রদের মধ্যে শহীদ মিনারে ফুল দেওয়া ও ছবি তোলা নিয়ে ঝামেলা হয়েছে। দুই পক্ষের জুনিয়ররা সংঘর্ষে জড়িয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস জাহান ঢাকা পোস্টকে বলেন, কলেজ কর্তৃপক্ষের নির্ধারিত প্রোগ্রাম শেষে ছাত্রলীগের দুই পক্ষের কথা কাটাকাটির জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে প্রোগ্রাম উপলক্ষে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন ছিল। তাই পুলিশ সঙ্গে সঙ্গেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মহসিন কলেজের অধ্যক্ষ প্রফেসর কামরুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, বেলা ১২টার পরে কথা কাটাকাটির জেরে ছাত্রদের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। ক্যাম্পাসে পুলিশ মোতায়েন ছিল। তারা পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনে। পরে ছাত্ররা ক্যাম্পাস ছেড়ে চলে গেছে। একুশে ফেব্রুয়ারি উপলক্ষে ক্যাম্পাসে আমাদের যেসব প্রোগ্রাম ছিলো তা সুন্দরভাবে শেষ হয়েছে।