বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকালে পাবনা প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে সারাদেশের বেসরকারি কলেজে বৈধভাবে নিয়োগ পাওয়া সাড়ে পাঁচ হাজার শিক্ষককে এমপিওভূক্তির দাবি জানান তারা।
পরে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেন শিক্ষকরা। কুষ্টিয়াতেও একই দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষকরা।
সকালে জেলা পাবলিক লাইব্রেরীর সামনের সড়কে এ মানববন্ধনের আয়োজনের করা হয়। দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।