রাজধানীর আব্দুল্লাহপুর থেকে দূরপাল্লার বাসে ওঠা চিকিৎসকসহ যাত্রীদের নির্যাতনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ডাকাত দলের আরও তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকা ও গাজীপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বাসে ডাকাতির ঘটনায় এ নিয়ে মোট ১৯ ডাকাতকে গ্রেপ্তার করা হলো।
গ্রেপ্তার হওয়া ডাকাত দলের সদস্যরা হলেন; মো. সুমন ইসলাম, মো. কবির হোসেন ও মো. শাহিন আলম।
গোয়েন্দা তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. শাহাদত হোসেন বলেন, বাসে ডাকাতির ঘটনায় মঙ্গলবার রাতে ঢাকা ও গাজীপুর এলাকায় ধারাবাহিকভাবে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
এর আগে গত ২০ জানুয়ারি গত রাতে টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মো. শফিকুল ইসলাম ও তার বন্ধু টাঙ্গাইল যাওয়ার উদ্দেশ্যে উত্তরা পশ্চিম থানার আব্দুল্লাহপুর পেট্রোল পাম্পের সামনে থেকে আর কে আর পরিবহন নামে একটি বাসে উঠেন। বাসে উঠার মিনিট দশেক পরে বাসে থাকা ডাকাতরা দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ডাক্তার ও তার বন্ধুকে দুই হাত ও চোখ বেঁধে ফেলে।
ডাকাতরা ভিকটিমের কাছে থাকা নগদ ১ লাখ ১৫ হাজার টাকা, বিকাশে থাকা ৫ হাজার ১০০ টাকা এবং ব্যাগে থাকা ২টি ব্যাংকের এটিএম কার্ড ও পিন নিয়ে পরবর্তীতে আরও ১ লাখ ৬০ হাজার টাকাসহ মোবাইল ফোন ও অন্যান্য জিনিসপত্র ছিনিয়ে নেয়।
ডাকাতরা প্রায় ১২ ঘণ্টাব্যাপী ঢাকা মহানগর ও আশপাশ এলাকা থেকে বাসে যাত্রী তুলে ডাকাতি করতে থাকে। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় একটি ডাকাতির মামলা হয়। তেজগাঁও জোনাল টিম মামলাটির ছায়া তদন্ত শুরু করে ডাকাতির সঙ্গে সম্পৃক্ত ওই চক্রের ১৬ জন ডাকাতকে ইতোপূর্বে গ্রেপ্তার করে আদালতে পাঠায়।