প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান অত্যন্ত বিনয়ী মানুষ ছিলেন। আমাদের দুর্ভাগ্য তাকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ দিতে পারলাম না। একসঙ্গে আপিল বিভাগে বসতে পারলাম না।
শুক্রবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে বিচারপতি নাজমুল আহাসানের জানাজার আগে দেওয়া বক্তব্যে প্রধান বিচারপতি এসব কথা বলেন।
প্রধান বিচারপতি বলেন, বিচারপতি এফ আর এম নাজমুল আহাসানের ডাক নাম ছিল মিজান। আমরা তাকে মিজান ভাই বলে ডাকতাম। আমাদের সঙ্গে প্রায় তিন দশক থেকে পরিচয়। আমরা যখন আইনজীবী সমিতির দুই নম্বর হলরুমে বসতাম কখনও দেখিনি তিনি উচ্চস্বরে কথা বলেছেন। তিনি অত্যন্ত বিনয়ী মানুষ ছিলেন। প্রগ্রেসিভ মাইন্ডের ছিলেন। তিনি মানুষকে মূল্যায়ন করতেন।
তিনি বলেন, আইনজীবী থাকাকালীন তার কাছ থেকে কোনো ক্লায়েন্টকে টাকার জন্য ফিরে যেতে দেখিনি। তিনি সাধারণ ক্লায়েন্টদের সঙ্গে আত্মীয়-স্বজনের মতো ব্যবহার করতেন। আমাদের দুর্ভাগ্য উনাকে শপথ দিতে পারলাম না। আমরা একসঙ্গে আপিল বিভাগে বসতে পারলাম না। আমার ধারণা মহান আল্লাহ নিশ্চয় তাকে বেহেশত নসিব করবেন। আসুন সকলে আমরা তার জন্য দোয়া করি।
আপিল বিভাগে সদ্য নিয়োগ পাওয়া বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৬টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
সুপ্রিম কোর্টের মুখপাত্র মুহাম্মদ সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করে ঢাকা পোস্টকে বলেন, সম্প্রতি করোনা আক্রান্ত হয়েছিলেন বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান। চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন, সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
গত ৮ জানুয়ারি হাইকোর্ট বিভাগ থেকে পদোন্নতি পেয়ে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান আপিল বিভাগে নিয়োগ পান। ৯ জানুয়ারি তার সঙ্গে নিয়োগ পাওয়া অপর বিচারপতি শপথ নেন। প্রধান বিচারপতি তাদের শপথবাক্য পাঠ করান। কিন্তু করোনা আক্রান্ত হওয়ার কারণে ওই দিন তিনি শপথ নিতে পারেননি।
৯ জানুয়ারি আপিল বিভাগের এজলাস কক্ষে নতুন বিচারপতিদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী জানিয়েছিলেন, বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান করোনা আক্রান্ত হয়ে সিসিইউতে চিকিৎসাধীন আছেন। তার সঙ্গে আমি কথা বলেছি। তিনি সুস্থ হলে শপথ নেবেন।
এদিকে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এক শোক বার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।