ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহে র্যাবের হাতে গ্রেপ্তার হওয়া যুবক মোকসেদ আলীর (২৫) পেশাই ছিল পুলিশের পোশাক পরে চাঁদাবাজি করা।
সোমবার দুপুর আড়াইটার দিকে ময়মনসিংহ র্যাব-১৪ এর কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
গত রবিবার দুপুরে নগরীর শম্ভুগঞ্জ ব্রিজ মোড়ের পশ্চিম পাশে জয়বাংলা চত্বর এলাকা থেকে মোকসেদকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে পুলিশের একটি শার্ট, একটি প্যান্ট, দুটি ক্যাপ, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি ক্যাপ, একটি অ্যালার্ম হর্ন, একটি মোবাইল ফোন, নগদ টাকা, পুলিশের এক জোড়া জুতা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
মোকসেদ আলী ময়মনসিংহ নগরীর চর কালীবাড়ি এলাকার মানিক মিয়ার ছেলে।
র্যাব-১৪ এর মেজর ফজলে রাব্বি বলেন, ‘খবর ছিল ময়মনসিংহ নগরীর শম্ভুগঞ্জ ব্রিজ মোড়ের পশ্চিম পাশে জয়বাংলা চত্বরের সামনে একজন ভুয়া পুলিশ সদস্য যানবাহন ও বিভিন্ন লোকজনের কাছ থেকে টাকা আদায় করছেন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে আটক করা হয়।’
ফজলে রাব্বি বলেন, ‘মোকসেদ প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, তিনি দীর্ঘদিন ধরে ময়মনসিংহের বিভিন্ন এলাকায় কখনো পুলিশের পোশাক পরে আবার কখনো সাদা পোশাকে পুলিশের পরিচয় দিয়ে সাধারণ মানুষকে গ্রেপ্তারের ভয় দেখিয়ে এবং ইজিবাইক ও সিএনজি চালকদের কাছ থেকে চাঁদাবাজি করে আসছিলেন।’
কোতোয়ালি মডেল থানায় মামলার পর তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।