ঢাকা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৩-২০২৪ এর শীর্ষ দুই পদে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। রবিবার (৩০ জানুয়ারি) রাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আইনজীবীদের ভোটের মাধ্যমে প্রার্থী চূড়ান্ত করা হয়।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান ঢাকা পোস্টকে বলেন, রাতে দলীয় আইনজীবীদের মধ্যে ভোট হয়। সেটা রাত ১১টার দিকে শেষ হয়। সেখানে আগামী আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির ফোরামের সমর্থিত প্রার্থী হিসেবে সভাপতি পদে মনোনীত হয়েছেন অ্যাডভোকেট খোরশেদ মিয়া আলম আর সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন অ্যাডভোকেট সৈয়দ নজরুল ইসলাম।
তিনি আরও বলেন, নির্বাচন পরিচালনা টিমের সদস্য অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার জানিয়েছেন অন্যান্য পদে প্রার্থীদের তালিকা আরও পরে চূড়ান্ত হবে।