ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় মহিদুল ইসলাম (৫৫) নামে এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন। বুধবার (২৬ জানুয়ারি) দুপুর ১২টার দিকে সদর উপজেলার গান্না-ডাকবাংলা সড়কের মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ট্রাকচাপায় নিহত হন তিনি।
নিহত মহিদুল ইসলাম গান্না বাজারের আলহাজ মশিউর রহমান ডিগ্রি কলেজের সমাজকল্যাণ বিষয়ের সহাকারী অধ্যাপক এবং কোটচাঁদপুর উপজেলার জালালপুর গ্রামের বাসিন্দা।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, বুধবার দুপুরে মোটরসাইকেলযোগে মহিদুল ওই এলাকার চুলকানির বাজার থেকে গান্নাবাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মাধববপুর এলাকায় পৌঁছলে বিপরীত দিকে থেকে আসা ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।