সাবেক ছাত্রনেতা আব্দুস সাত্তার খান স্মরণে আগামী ২৯ জানুয়ারি সভা অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ১০টায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হবে।
শনিবার নব্বইয়ের সর্বদলীয় ছাত্র ঐক্যের কেন্দ্রীয় সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সাবেক ছাত্রনেতা শফি আহমেদের সভাপতিত্বে সর্বদলীয় ছাত্র ঐক্যের সভায় আরও উপস্থিত ছিলেন ফয়জুল হাকিম, সিরাজুমমুনীর, বেলাল চৌধুরী, সাইফুদ্দীন আহমেদ মনি, আসাদুর রহমান আসাদ, মুখলেছউদ্দিন শাহীন, হারুন মাহমুদ, রাজু আহমেদ, কামাল হোসেন বাদল, সালেহ আহমেদ প্রমুখ।
সাবেক ছাত্রনেতা আব্দুস সাত্তার খান ২০২১ সালের গত ১২ অক্টোবর কানাডার একটি হাসপাতালে কোলন ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান।