সিএনএম প্রতিবেদকঃ
“বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেড”। ফিল্ম সংক্রান্ত সকলের জন্য বিনোদন ক্লাব ।
আগামীকাল ৬ ফেব্রুয়ারি বিএফডিসি’তে ফিল্ম ক্লাবের বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে।
আগের চেয়ে অনেক বিস্তৃত হয়েছে। নয়া পল্টনের সেই পুরোনো ভবন থেকে বিজয় নগরের নিজস্ব ফ্লাটে, তারপর গত বছরের ফেব্রুয়ারি থেকে নিকেতনে স্থানান্তরিত হয়েছে। কিন্তু করোনা ভাইরাসের কড়াল গ্রাসে ক্লাবের কার্যক্রম বন্ধ হয়ে যায়। দীর্ঘ ০৬ (ছয়) মাস বন্ধ থাকার পর আবারো ফিল্ম ক্লাবের কার্যক্রম সক্রিয় হয়। এবার নির্বাচনকে ঘিরে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে।
সাবেক এডমিন নায়ক ওমর সানীর প্যানেল ও সাবেক সভাপতি প্রযোজক আতিকুর রহমান লিটনের প্যানেল। এবার সভাপতি প্রার্থী হিসেবে দুই জন প্রতিদ্বন্দ্বিতা করছে।
নায়ক ওমর সানীর প্যানেলের কার্যনির্বাহী সদস্যরা হলেনঃ সাবেক কোষাধক্ষ মাহমুদুল হক পলাশ, মোজাহারুল ইসলাম ওবায়েদ, জাহিদ হোসেন, জাহানগীর আলম জাহানগীর, এম এ কামাল, সৈয়দ রাফিউদ্দিন (সেলিম), মোঃ আবদুল্লাহ জেয়াদ, মোঃ নজরুল ইসলাম, লায়ন ইঞ্জিঃ জাহান এম এ রহমান ও শ্রী অজিত রায় নন্দী।
লিটনের প্যানেলের কার্যনিবাহী সদস্যরা হলেনঃ জসিম আহম্মেদ, অপূর্ব রায়, সারোয়ার আলী ভূইয়া দিপু, আসিকুর রহমান নাদিম. আজিজ আহাম্মেদ পাপ্পু, শাহ মোঃ আলমগীর বাচ্চু, আনোয়ার হোসেন আনু, আকতার হোসেন, কবির হোসেন ও মোঃ মনিরুজ্জামান।
এবারের নির্বাচনে পরিচালক মুশফিকুর রহমান গুলজারকে প্রধান নির্বাচন কমিশনার করে ১৩ সদসের কমিশন নির্বাচন পরিচালনা বোর্ড কাজ করছে। কমিশনের সদস্যরা হলেন- বি এইচ নিশান, এ.জে.রানা, মোস্তাফিজুর রহমান, নাদের খান, হোসেন আনোয়ার, বদিউল আলম খোকন, ইস্পাহানী, কামরুজামান বাবু, ইকবাল হোসেন জয়, ডি এ তায়ের ও শাহিন কবির টুটুল।