তৃতীয় প্রান্তিকে মুনাফা বেড়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি এসএস স্টিল লিমিটেডের। ২০২০ সালের জুলাই-সেপ্টেম্বর পর্যন্ত সময়ের তুলনায় ২০২১ সালের জুলাই থেকে সেপ্টেম্বর সময়ে ইপিএস বেড়েছে ২ পয়সা।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
ডিএসইর তথ্য মতে, ২০১৯ সালে তালিকাভুক্ত কোম্পানিটির তৃতীয় প্রান্তিকে অর্থাৎ ২০২১ সালের জুলাই থেকে সেপ্টেম্বর সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) দেখিয়েছে ৭৩ পয়সা। যা এর আগের বছরের একই সময়ে ছিল ৭১ পয়সা। অর্থাৎ ২ পয়সা বেড়েছে।
২০১৯ সালে শেয়ারহোল্ডারদের সর্বশেষ ১০ শতাংশ লভ্যাংশ দেওয়া কোম্পানিটির জুলাই থেকে সেপ্টেম্বর সময়ে শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২৪ টাকা ৩২ পয়সা। যা এর আগের বছর একই সময়ে ছিল ২৩ টাকা ৫৩ পয়সা।
৩০ সেপ্টেম্বর ২০২১ প্রান্তিকে কোম্পানির এনওসিএফপিএস দাঁড়িয়েছে দশমিক ৫৪ পয়সাতে। সোমবার সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৮ টাকা ৭০ পয়সায়।