সমুদ্রের তলদেশের আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের পর দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের টোঙ্গার বৃহত্তম দ্বীপ টোঙ্গাতাপুতে কয়েক দফায় সুনামি আঘাত হেনেছে। যার প্রভাব পড়েছে প্রশান্ত মহাসাগরীয় বিভিন্ন দেশের উপকূলীয় এলাকায়। ক্ষয়ক্ষতির খবর এলেও পাওয়া যায়নি সুর্নিদিষ্ট তথ্য।
গত শনিবার (১৫ জানুয়ারি) সুনামির আঘাতের আগে বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সক্রিয় থাকা দেশটির আগ্নেয় পর্বত হুঙ্গা টোঙ্গা-হুঙ্গা হাপাই থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়। অগ্ন্যুৎপাতের কারণে ছাইয়ে ঢেকে গেছে পুরো দ্বীপ, বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন হয়েছে। বন্ধ হয়ে যাওয়া ইন্টারনেট সংযোগ চালু হতে সময় লাগতে পারে দুই সপ্তাহ।