কামাল হোসেন (বেনাপোল):
বেনাপোল স্থল বন্দরে আমদানি পণ্য বোঝাই ভারতীয় ট্রাকে ভয়াবহ অগ্নিকান্ড সংঘটিত হয়েছে।
সোমবার (৭ জুন) সন্ধ্যায় বন্দরের ৩২নং শেডের সামনে মেইন রোডে রাখা ভারত থেকে আমদানিকৃত ২৫ টন ব্লিচিং পাউডার বোঝাই ট্রাকটিতে আগুন ধরে, পণ্য সহ পুড়ে ভস্মীভূত হয়েছে। এসময় আনছার ক্যাম্পের বিপরীত পাশের ওয়্যারহাউজের মধ্যে থাকা আমদানি পণ্যবাহী ট্রাকটি দিকবিদিক ছুটাছুটি করতে থাকে।
স্থানীয়রা এসময় ফায়ার সার্ভিসে খবর দিলে বেনাপোল ফায়ার সার্ভিস ইউনিট এসে আগুন নিয়ন্ত্রনে আনে।
উক্ত পণ্য খালাসের কাজে আলমুদারিপ নামে একটি সিএন্ডএফ এজেন্ট নিয়োজিত ছিল বলে জানা যায়।
বেনাপোল সিএন্ডএফ স্টাফ এসোসিয়েশনের কার্গো বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম বলেন, সন্ধ্যা ৭ টার সময় প্রবল ঝড় বৃষ্টির মধ্যে ২৫ টন ব্লিচিং পাউডার বোঝাই পণ্যবাহী ট্রাকটিতে আগুন ধরে যায়।
বৃষ্টির কারণে আগুনের সূত্রপাত মন্তব্য করে তিনি বলেন, ব্লিচিং পাউডার দাহ্য পদার্থ। এতে পানি লাগলে আগুন ধরে যায়। এর আগেও লিংক রোডে কয়েকটি ব্লিচিং পাউডার পণ্যবাহী ভারতীয় ট্রাকে আগুন ধরে পণ্য সহ ট্রাকগুলো ভস্মিভুত হয়েছে।
বেনাপোল ফায়ার সার্ভিসের ষ্টেশন মাস্টার সুমন হোসেন বলেন, কি কারণে আগুন লেগেছে তা এখন বলা সম্ভব হচ্ছে না।