সিএনএম প্রতিনিধিঃ
টাঙ্গাইলের কালিহাতীতে বেপরোয়া গতির এক লেগুনা গাড়িকে দুর্ঘটনার হাত থেকে রক্ষা করতে গিয়ে যাত্রীবাহি বাস খাদেপড়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্ততপক্ষে ২২ জন।
শনিবার (১৫ মে) দুপুরে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার হাতিয়া এলাকায় এই ঘটনা ঘটে।
মহাসড়কের এলেঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মহিদুর রহমান জানান, বগুড়া থেকে ঢাকাগামী এসআই ট্রাভেলসের একটি যাত্রীবাহি বাস মহাসড়কের হাতিয়া এলাকায় একটি বেপরোয়া গতির লেগুনা গাড়িকে দুর্ঘটনার হাত থেকে রক্ষা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাত একজন মারা যায়। আহত হয় অন্তপক্ষে ২২ জন যাত্রী। আহতদের মধ্যে গুরুত্বর বেশ কয়েকজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া ঘটনাস্থলে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।