বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০৫:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

ফতুল্লায় ১২শ’ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট সময় বুধবার, ১২ মে, ২০২১, ৩.৪৮ পিএম
  • ৫০৮ বার পড়া হয়েছে
ফতুল্লায় ১২শ’ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

সিএনএম প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লা এলাকা থেকে সাইফুল ইসলাম সুমন ও তন্ময় নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
এসময় তাদের কাছ থেকে ১২শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া মাদক বিক্রির টাকা, দুইটি মোবাইল ফোন ও একটি জাতীয় পরিচয়পত্র উদ্ধার করেছে অধিদপ্তরের সংশ্লিষ্টরা।

বুধবার (১২ মে) সকালে পশ্চিম তল্লা এলাকা সংস্থাটির উপ-পরিদর্শক মোশাররাফ হোসেন অভিযান চালিয়ে গ্রেপ্তার করেন তাদের।

বুধবার (১২ মে) বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন শিবপুরের মো. মুসা মিয়ার ছেলে ও বর্তমানে পশ্চিম ইসদাইরের মিজান ডাক্তারের বাড়ির ভাড়াটিয়া সাইফুল ইসলাম সুমন (২৬) ও মুন্সিগঞ্জের খলিল সিকদারের ছেলে ও পশ্চিম দেওভাগ বাশমুখি আনোয়ার গাজীর বাড়ির ভাড়াটিয়া ইমরান হোসেন তন্ময় (২৩)।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ সামছুল আলম বলেন, গ্রেপ্তারকৃতরা মাদক ব্যবসায়ী। আইন শৃঙ্খালা বাহিনীর নজর এড়াতে অপরাধীরা বিভিন্ন কৌশল অবলম্বন করেন। তারা নিজেদেরকে অনুমোদনহীন নিউজ র্পোটাল বাংলাদেশ কথা’র সাংবাদিক পরিচয় দিয়ে মাদক নিয়ে সড়কে চলাচল করত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2025
Theme Developed BY ThemesBazar.Com