সিএনএম প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গার জীবননগরের আলোচিত স্বর্ণ চোরাকারবারি সীমান্ত ইউনিয়নের মেম্বার ইস্রাফিল হাসান পুকু দেড় কেজি স্বর্ণ ও একটি মোটরসাইকেলসহ গ্রেপ্তার হয়েছেন।
সোমবার (১০ মে) চুয়াডাঙ্গা ৫৮-বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
ইস্রাফিল হাসান পুকু জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের মৃত দৌলত হোসেনের ছেলে। তিনি সীমান্ত ইউনিয়ন পরিষদের ওর্য়াড মেম্বার।
বিজিবির সহকারী পরিচালক জানান, গোপন সংবাদের মাধ্যমে জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের মাঠে চারাচালানবিরাধী অভিযান চালানো হয়। এসময় ১ কেজি ৬৩ গ্রাম ওজনের ৩টি স্বর্ণের বার ও একটি মোটরসাইকেলসহ স্বর্ণ চোরাকারবারি ইস্রাফিল হাসান পুকুকে গ্রেপ্তার করা হয়। মোটরসাইকেলে ৩টি স্বর্ণের বার বিশেষভাবে লুকানো ছিল। যার মূল্য প্রায় ৬০ লাখ টাকা।
জীবননগর থানায় ইস্রাফিল হাসান পুকুর বিরুদ্ধে মালামালসহ থানায় তাকে সোপর্দ করা হয়েছে।