সিএনএম প্রতিনিধিঃ
রাজধানীর বংশাল এলাকা থেকে ৫০ কেজি গাঁজাসহ দুই জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ। বুধবার (২৮ এপ্রিল) রাতে বংশাল থানাধীন ফুলবাড়িয়া বিআরটিসি বাসস্ট্যান্ডের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে কোতোয়ালি জোনাল টিম।
গ্রেফতারকৃতরা হলো মো. বাপ্পি (৩৮) ও মো. মনির হোসেন (৪২)। এ সময় তাদের কাছ থেকে গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সাইফুর রহমান আজাদ বলেন, ‘দেশের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা এনে ঢাকা ও আশেপাশের বিভিন্ন এলাকায় তারা বিক্রি করতো। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বংশাল থানায় মামলা হয়েছে। তাদের রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে।’