সিএনএম২৪ডটকমঃ
সংযুক্ত আরব আমিরাতের দুবাই নগ্ন হয়ে ফটোশুট করে গ্রেপ্তার হওয়া সব মডেলকে ছেড়ে দেয়া হয়েছে। সেখানকার একটি ভবনের ব্যালকনিতে দাঁড়িয়ে নগ্ন হয়ে ফটোশুট করার পর তা সবাইকে নাড়িয়ে দিয়েছিল। ওই ফটোশুটে ২০ জন মডেল অংশ নিয়েছিলেন, তাদের মধ্যে এই দুজন ছাড়া বাকিদের আগেই ছেড়ে দেয়া হয়েছিল।
ইস্টটুওয়েস্ট নিউজের বরাত দিয়ে নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, সবশেষ মুক্তি পাওয়া দুজন মডেল হচ্ছেন ইউক্রেনিয়ান ভোগ মডেল ইভজেনিয়া তারান (২১) এবং আরেকজনের নাম আনাস্তাসিয়া কাসহুবা। তারাই দুজনই কুখ্যাত সেই ‘বাট স্কয়াডের’ সদস্য ছিলেন। তাদের মধ্যে কাসহুবা আবার করোনায়ও আক্রান্ত হন।
জেল থেকে ছাড়া পাওয়ার পর নিজেকে ‘সারভাইভার’ হিসেবে বর্ণনা করেছেন তারান। আর কাসহুবা করোনা থেকে সুস্থ হওয়ার পর তাকেও ছেড়ে দেয়া হয়। ৪১ বছর বয়সী ইউক্রেনিয়ান-আমেরিকান ভিটালি গ্রেচিনের আমন্ত্রণে অন্যদের সঙ্গে এই দুজনও ওই এক্স-রেটেড ফটোশুটে অংশ নিয়েছিলেন।
এই নগ্ন ফটোশুটের আয়োজক গ্রেচিন এখনও দুবাই আছেন। তবে তিনি সেখানে বন্দি আছেন কিনা তা স্পষ্ট নয়। এদিকে কারাগারে থাকার পর নিজের ভুল বুঝতে পেরেছেন তারান। তিনি বলেন, আমি অনেক উপসংহারে পৌঁছে নিজের ভুল বুঝতে পেরেছি এবং যা ঘটেছে তার জন্য আমি কৃতজ্ঞ। আমি আবার কিয়েভে ফিরেছি, আমি সবাইকে ভালোবাসি, আলিঙ্গন করি। আপনার যা আছে, তা নিয়ে খুশি থাকুন। তবে কাস্টডিতে থাকার অভিজ্ঞতাকে ‘নরক’ বলে বর্ণনা করেছেন তিনি।