শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ১২:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫
সংবাদ শিরোনাম ::

প্রেমের ফাঁদে ফেলে অপহরণ, নারীসহ গ্রেপ্তার ২

  • আপডেট সময় রবিবার, ৬ এপ্রিল, ২০২৫, ৭.২৮ পিএম
  • ২৪ বার পড়া হয়েছে

সিএনএমঃ

প্রেমের ফাঁদে ফেলে অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে সাভারে এক নারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার ( ৫ এপ্রিল) রাতে সাভার পৌর এলাকার মুক্তির মোড়ের তারাপুর মহল্লা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—সাভারের আনন্দপুর এলাকার আব্দুস সামাদের ছেলে সাজেদুল ইসলাম সাদ (২৫) এবং চট্টগ্রামের মানিকছড়ি গ্রামের সৈয়দ মোহাম্মদ ইসমাইলের মেয়ে জান্নাতুল ফেরদৌস ওরফে মায়া। তারা স্বামী-স্ত্রী পরিচয়ে তারাপুর এলাকার সিদ্দিকুর রহমানের বাড়িতে ভাড়া থাকতেন।

পুলিশ জানায়, চক্রটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেমের ফাঁদ পেতে বিভিন্ন বয়সী মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে জিম্মি করে অর্থ হাতিয়ে নিচ্ছিল। এই চক্রের আরও দুই সদস্য—জিহাদ ও সৌরভ—পলাতক রয়েছে।

সর্বশেষ ৩১ মার্চ বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেমের ফাঁদে ফেলে আশুলিয়ার ভাদাইল এলাকার কলেজছাত্র মনোয়ার হোসেন পলাশকে তালবাগ এলাকায় ডেকে নেয় মায়া। পরে মায়া, সাদ ও আরও তিন-চারজন মিলে তাকে একটি ফ্ল্যাটে নিয়ে যায়। সেখানে ধারালো অস্ত্রের মুখে পলাশকে জিম্মি করে গামছা দিয়ে হাত-পা ও ওড়না দিয়ে চোখ বেঁধে রাখে। পরে দুই লাখ টাকা মুক্তিপণের দাবিতে তাকে মারধর করা হয়।

পরবর্তীতে ভুক্তভোগীর পরিবার নগদ ছয় হাজার টাকা এবং বিকাশে ২৬ হাজার টাকা পরিশোধ করলে চক্রটি তাকে মহাসড়কের পাশে ফেলে রেখে যায়। এছাড়া তার আপত্তিকর ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে বাকি মুক্তিপণের টাকা আদায়ের চেষ্টা করে।

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) আশিক ইকবাল জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর তাদের আদালতে পাঠানো হয়েছে। একইসঙ্গে চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2025
Theme Developed BY ThemesBazar.Com