সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ০৮:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

ড. ইউনূস-মোদি বৈঠক নিয়ে প্রতিক্রিয়া জানালো বিএনপি

  • আপডেট সময় শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫, ৯.১৭ পিএম
  • ৩৭ বার পড়া হয়েছে

সিএনএমঃ

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠককে ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জানিয়েছেন, দেশের স্বার্থ-সংশ্লিষ্ট আলোচনা হলে তা শুভ হবে বলে তারা মনে করেন।

শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে রাজধানীর শাহজাহানপুরে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বিএনপির স্থায়ী কমিটির এই নেতা বলেন, ইউনূস-মোদি বৈঠক যদি বাংলাদেশের স্বার্থ রক্ষায় কোনো ভূমিকা রাখে, তবে তা অবশ্যই ইতিবাচক। আমরা আশা করি, ড. ইউনূস ভবিষ্যতে আরও ভালো কিছু বয়ে আনবেন।

মির্জা আব্বাস বলেন, শুধু শেখ হাসিনাকে ফেরত পাঠালেই হবে না, তার সহযোগীদেরও ফেরত পাঠাতে হবে। তাকে দেশে এনে যথাযথ বিচার নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, তিস্তা চুক্তি নিয়ে কোনো কালক্ষেপণ চলবে না। ভারতকে অবশ্যই তাদের প্রতিশ্রুতি পূরণ করতে হবে। শেখ হাসিনার সময়ে হওয়া অসম চুক্তিগুলো বাতিল করতে হবে এবং সীমান্ত হত্যা বন্ধ করতে হবে।

নির্বাচন প্রসঙ্গে বিএনপি নেতা বলেন, এই সরকারকে নির্বাচন দিতেই হবে। তারা নির্বাচিত ছিল না বলেই শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়তে হয়েছে। অথচ ড. ইউনূসের নির্বাচন করা নিয়ে কোনো প্রশ্নই ওঠে না।

মির্জা আব্বাস আরও বলেন, দেশে রাজনৈতিক অস্থিরতা তৈরির জন্য কিছু মহল সক্রিয়। যেসব ব্যক্তিরা ভারতকে ভালোবাসে, তারাই বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতায় বাধা দিচ্ছে। বিএনপি সংস্কার ও নির্বাচনের পক্ষে, তবে জনগণের স্বার্থের বাইরে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না।

তিনি অভিযোগ করেন, কিছু ব্যক্তি অশ্লীল ভাষা ব্যবহার করছে, যা কোনো ভদ্রলোকের আচরণ হতে পারে না। এ ধরনের কর্মকাণ্ড দেশের রাজনীতিতে বিভ্রান্তি সৃষ্টি করছে।

বিএনপি যে নির্বাচন ও সংস্কারের পক্ষে, তা পুনর্ব্যক্ত করে মির্জা আব্বাস বলেন, জনগণের স্বার্থের বাইরে কোনো সংস্কার বিএনপি মেনে নেবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2025
Theme Developed BY ThemesBazar.Com