সিএনএম প্রতিবেদকঃ
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার অ্যাসোসিয়েশন) ২০২১-২০২২ সেশনের নবনির্বাচিত প্রতিনিধিরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।
সোমবার (১২ এপ্রিল) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে সাধারণ সভা শেষে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন করা হয়। দায়িত্ব হস্তান্তরের আগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নির্বাচন পরিচালনা উপ-কমিটির আহ্বায়ক ও প্রধান নির্বাচন কমিশনার সাবেক বিচারপতি এ এফ এম আবদুর রহমান আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত সভাপতি ও সম্পাদকসহ সবার নাম ঘোষণা করেন। তাদের পরিচিতির পর নতুন কমিটির কাছে দায়িত্বভার অর্পণ করা হয়। তবে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি থাকায় দায়িত্ব গ্রহণকালে সমিতির নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু উপস্থিত ছিলেন না।
অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবীর সমিতির সদ্য বিদায়ী সভাপতি ও অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এএম) আমিন উদ্দিন।
এর আগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির (২০২১-২০২২ সেশনের) নির্বাচনে টানা দুই দিন ভোট গ্রহণের পর গত ১২ মার্চ ফল ঘোষণা করা হয়। সভাপতি পদে সাবেক আইনমন্ত্রী ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আবদুল মতিন খসরু এবং সম্পাদক পদে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল নির্বাচিত হন। খসরু নতুন হলেও কাজল তার পদে পুনরায় নির্বাচিত হয়েছেন।