সিএনএমঃ
সাতক্ষীরার সীমান্ত এলাকায় ইজিবাইকে তল্লাশি চালিয়ে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের ১৫টি সোনার বার উদ্ধার করেছে বিজিবি।
সোমবার বিজিবি-৩৩ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক এসব তথ্য জানান।
এর আগে গতকাল রোববার সন্ধ্যা ৭টার দিকে সাতক্ষীরা সদরের সীমান্তবর্তী আবাদেরহাট এলাকায় অভিযান চালিয়ে এসব সোনার বার উদ্ধার করা হয়।
অভিযানে সোনা পাচারকারী মো. সোহেল উদ্দিনকে আটক করা হয়। সোহেলের বাড়ি কলারোয়া উপজেলার আইসপাড়া গ্রামে।
বিজিবি অধিনায়ক জানান, গতকাল রোববার সন্ধ্যায় সাতক্ষীরার ঝাউডাঙা সীমান্ত দিয়ে বিপুল সোনার চালান ভারতে পাচার করা হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি অভিযানে যায়। গোপনসূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী পাচারকারী আবাদেরহাট এলাকায় অবস্থান করছে বলে নিশ্চিত হওয়া যায়। এ সময় একটি সন্দেহভাজন ইজিবাইক তল্লাশি করে সামনের অংশে স্কচটেপে মোড়ানো ১৫টি সোনার বার জব্দ করা হয়। ইজিবাইক চালক মো. সোহেল উদ্দিন এসব সোনা ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন বলে জানা যায়। পরে তাকে আটক করে বিজিবি।
বিজিবি অধিনায়ক আরও জানান, জব্দকৃত সোনার ওজন এক কেজি ৮০০ গ্রাম। এর বাজার মূল্য দুই কোটি ৩৫ লাখ ৩৫ হাজার ২০০ টাকা। আটক পাচারকারীকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।