সিএনএমঃ
সিলেটে মহানগর পুলিশের গোয়েন্দাদের অভিযানে আবাসিক হোটেল থেকে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ১১ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে সিলেট নগরের বন্দরবাজার এলাকার একটি হোটেল থেকে তাদের আটক করা হয়।
মঙ্গলবার রাত ১০টার দিকে সিলেট মহানগর পুলিশের পক্ষে থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
আটক কৃতরা হলেন, রুনা খাতুন (৩০), হাসিনা বেগম (৩০), আকলিমা আক্তার (১৯), সুনামগঞ্জ জেলার মোহাম্মদ আলাউদ্দিন (৫০), মৌলভীবাজার জেলার মো. ইয়াছিন আহমদ (২২), সুনামগঞ্জ জেলার সাইফুল ইসলাম (৩৪), মৌলভীবাজার জেলার শাহবাজ মিয়া (২৪), কিশোলগঞ্জ জেলার উজ্জল মিয়া (২২), নেত্রকোনার মো. নাজমুস সাকিব (২০) ও নারায়গঞ্জের মো. সুমন মিয়া (৩৩)।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।