সিএনএম প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর থেকে অবৈধভাবে ভারত যাওয়ার সময় দুই দালাল ও চার নারীসহ আট বাংলাদেশিকে আটক করেছে ৫৮ বিজিবি।
ভারতীয় সীমান্তের বাঘাডাংগা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে এক পুরুষ ও চার নারী এবং একজন শিশু রয়েছে। তাদের বাড়ি বাগেরহাট, নড়াইল এবং ঝিনাইদহে।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, রোববার (১১ এপ্রিল) সকালে বাঘাডাংগা বিওপির এলাকায় অবৈধভাবে ভারত যাওয়ার সময় ছয় বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। এসময় তাদের সহযোগিতার অভিযোগে দুই দালালকেও আটক করেছে বিজিবি। আটককৃতদের বিরুদ্ধে মহেশপুর থানায় অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে মামলা করে থানায় দেয়া হয়েছে।