সিএনএম প্রতিবেদকঃ
সূত্রে জানা যায় মিরাজ পদ্মা সেতু দক্ষিণ থানাধীন নাওডোবা এলাকার দেলোয়ার মুন্সির কাছ হতে তিনি সাংবাদিক পরিচয় দিয়ে দেলোয়ার মুন্সির ভাই বেলায়েতকে ইউরোপ কান্ট্রিতে পাঠানোর কথা বলে তার কাছ থেকে প্রথমে ৪,০০,০০০ টাকা নেন। পরবর্তীতে একটি চেকের মাধ্যমে আরো ২,০০,০০০ টাকা নেন। এরপর সর্বশেষ কানাডার ভিসা দেখিয়ে আরো ১,০০,০০০ টাকা নিয়ে মিরাজ নাওডোবা শশুড় বাড়ির এলাকা ছেড়ে পালিয়ে বেড়ান। এক পর্যায় দেলোয়ার মুন্সি, তার ব্যবহৃত (মোবাইল নং-০১৭৩১-৪৯২৮৫৭) হতে মিরাজকে বিভিন্ন সময় ফোন দিলে দেলোয়ার মুন্সির সাথে দুর্ব্যবহার করেন এবং তার ভাইকে বিদেশে না পাঠিয়ে টাকা পয়সা নিয়ে পলাতক থাকায় দেলোয়ার মুন্সি বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন-২০১৩ এর ৩৩,৩৬ ধারা মোতাবেক একটি মামলা দায়ের করেন। ঐ মামলায় পদ্মা সেতু দক্ষিণ থানায় আদালত হতে একটি গ্রেফতারী পরোয়ানা এলে থানা পুলিশ ০৫/০৫/২০২৪ইং তারিখ বেলা ৩ ঘটিকার দিকে পলাতক আসামী মিরাজ, পিতা-মৃত ইমতাজ, সাং-নাওডোবা, গফর মোড়লের কান্দি, থানা-পদ্মা সেতু দক্ষিণ, জেলা-শরিয়তপুরকে তার শশুড় বাড়ি নাওডোবা হতে পুলিশ গ্রেফতার করে প্রথমে পদ্মা সেতু দক্ষিণ থানায় নিয়ে যান এরপর আদালতের মাধ্যমে শরিয়তপুর জেলে পাঠান। খোঁজ নিয়ে যানা যায় মিরাজের বিরুদ্ধে গণধর্ষণ সহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।