শত ব্যস্ততার মাঝে অবসর সময়টুকু কাজে লাগাচ্ছেন বৃক্ষ রোপন কর্মসূচীতে ওয়ারী বিভাগের ট্রাফিক পুলিশের ডিসি, এডিসি, এসিপি।
বুধবার ( ৬ ডিসেম্বর) বেলা ১.০০ ঘটিকার সময় পোস্তগোলা ব্রিজ হতে নেমে জুরাইন রেল গেইট এসে হঠাৎ জুরাইন রেল গেইটস্থ ট্রাফিক বক্স্যের পাশে এসে তাদের গাড়িবহরটি থামান এবং সকলে গাড়ি থেকে নেমে দৃরে দৃরে ট্রাফিক বক্সের পূর্ব পাশে যান, সেখানে উপস্থিত হয়ে একটি ব্যানার টাঙ্গিয়ে বিভিন্ন যাতের গাছের চারা লাগিয়ে সেখানে পানি ঢালছেন এবং নানা ধরনের যতœ করা এবং এভাবেই যেন সকল ট্রাফিক পুলিশ কর্মকর্তারা তাদের কাজের ফাঁকে অবসর সময়টুকু যেন ব্যয় করেন বাংলাদেশর পরিবেশ রক্ষায় একটি করে ফল, ফুল, ঔষুদিসহ নানাবিধ বৃক্ষ রোপন করেন।
সেখানকার উপস্থিত ওয়ারি বিভাগের ট্রাফিক এর উর্দ্ধতন কর্মকর্তারা।
উপস্থিত জুরাইন ফাঁড়িতে কর্মরত ট্রাফিকের ইন্সেপ্টের,এস.আই, এ.আস.আই, কনেস্টবল, সকল ট্রাফিককে বলেন-আপনাদের এলাকার আশে পাশের খালি জায়গাটুকুতে আপনি একটি করে গাছ লাগান এবং আপনার আত্বীয়- স্বজন, বন্ধু-বান্ধব বা প্রতিবেশিকে বৃক্ষ প্রেমি হতে উৎসাহী করুন।