পাপ মোচন
জাহাঙ্গীর বারী
কি করিলে পাপ মোচন হইবে তাহা বোধগম্য নহে,
জ্বলিলো অনল এই অনুতপ্ত মননের গৃহে,
কত বিজ্ঞ সাধু জন অগোচরে করিয়া যায় পাপ,
তাহারা কি করিয়া যায় কৃতকর্মের অনুতাপ?
যে জন ভালোবাসার তরে করিয়া যায় কিঞ্চিৎ ত্রুটি,
তবে কেনো সেই পরিণীতা প্রকাশিত করিয়া যায় ভ্রুকুটি,
প্রেম প্রণয়ের মাঝে হইয়া যায় অবচেতন ভ্রান্তি,
ভ্রান্তি দূরীভূত করিবার অভিপ্রায় খুঁজিয়া যাই শান্তি।
শান্তি খুঁজিয়া ফিরি তব শান্তি নাহি মেলে কভু,
মনোবাসনা গুলো আজি এই ক্ষণে নিভু নিভু,
ঋষি ধ্যানে মগ্ন থাকিলে হইয়া যায় কি প্রেম সাধন,
প্রেম সাধন ঘূর্ণিবাতে পড়িয়া করিয়া যায় ক্রন্দন।
আচম্বিত হৃদ অম্বরে ঢাকিয়া যায় কৃষ্ণ অভ্রে,
বর্ষণের ঘনঘটা বাজিয়া ওঠে হৃদ পিঞ্জরে,
অতিব যতন করিয়া চাহিয়া ছিলাম তাহারে,
রাখিতে চাহিয়াছিলাম হৃদ কাননের পুষ্পের বাহারে।
পুষ্পকীট গুলো গাহিয়া যাইত প্রেম প্রণয়ের গীতিকা,
গীতিকার সুরে নাচিয়া উঠিত পুষ্প ঈষিকা,
প্রলয়ের ডন্কা বাজিয়া উঠিলো প্রেমালয়ের আসরে,
লন্ডভন্ড হইয়া গেলো আসর, শুভ সূচনার প্রহরে।
পাপ মোচন হইবে কিনা তাহা নাহি জ্ঞাত,
তথাপি প্রেমালয় খানাকে আলোক আভায় প্রজ্জ্বলিত করিবার হউক ব্রত,
হস্ত প্রসারিত করিয়া পরিণীতার অভিমুখে হইতে হবে আগুয়ান,
যদিওবা জ্বলিয়া ওঠে প্রেম প্রণয়ের শিখা অনির্বাণ।