আমি সেই
জাহাঙ্গীর বারী
আমি সেই নক্ষত্র,
মিটিমিটি জ্বলে জ্বলে ছিটকে পড়ি
দূর মহাশূন্যে।
আমি সেই ভালোবাসা,
যার প্রচ্ছন্ন ভালোবাসাকে গভীর ভেবে
অদৃশ্য আলিঙ্গনে লেপ্টে থাকি।
আমি সেই মানব,
জীবন সংগ্রামে আড়ষ্ট হয়ে ধাপিয়ে
বেড়াই কায়ক্লেশে।
আমি সেই অস্পৃশ্য মানব,
যাকে আমি স্পর্শ করতে পারিনা শুধু
অদৃশ্য ছোঁয়ায় জড়িয়ে থাকি।
আমি সেই অনাকাঙ্ক্ষিত জন,
যাদের গল্পময় আসরে অবাঞ্ছিত হয়ে
পড়ে থাকি এক কোণায়।
আমি সেই ঘাসফুল,
দিবসের দ্বিপ্রহরের পূর্বে ঝরে পড়ে
বিলীন হয়ে যাই খুব সহজেই।
আমি সেই স্বর্ণ লতিকা,
কাউকে আঁকড়ে বাঁচিবার লাগি অহেতুক
প্রচেষ্টার ব্যর্থতায় পর্যবসিত।
আমি সেই ঘুনে ধরা স্মৃতি,
যার প্রতি পরতে পরতে রয়েছে ক্রন্দন
আর ব্যথিত জনের আর্তনাদ।
আমি সেই কাব্যগাথা,
যার প্রতি পঙক্তিতে রয়েছে কল্পনার
রঙে বেঁচে থাকার তাগিদ