মন লুটেরা
জাহাঙ্গীর বারী
বুকের আলিঙ্গনে রাখিব তোমায় সারাক্ষণ,
উষ্ণতার পরশ দিবো অহর্নিশি।
ভালোবাসায় এঁকে দেবো আবীর বরণ,
তোমার জন্য হতে পারি সন্ন্যাসী কিংবা ঋষি।
খুঁজে নেবো আমি তোমার অজানা ঠিকানা,
ঠিকানা যদি নাই বা পাই খুঁজে।
ফুলে ফুলে ছেয়ে দেবো ভালোবাসার আঙ্গিনা,
তবুও ঠিকানা আমি খুঁজে যাবো কিছু না বুঝে।
ভালোবাসার ঠিকানা হয় যদি প্রহেলিকা,
তোমার তরে ভালোবাসাটা থাকবে অবিরাম।
ভালোবাসাটাকে ঢেকে দেয় যদি কোনো কুহেলিকা,
কুহেলিকাকে ভেদ করে ভালোবাসাকে করে তুলব অভিরাম।
ভালোবাসার ছোঁয়ায় জাগিয়ে তুলবো শিহরণ,
রোমাঞ্চকর কোনো ক্ষণে বা রাত্রির প্রহরে।
খুলে যাবে সব ভালোবাসার লাজুক আবরণ,
আমার এই ভালোবাসা পুষে রেখো তোমার অন্তরে।
কল্পনায় কত ছবি যাই যে এঁকে,
ভালোবাসার আঙ্গিনায় এঁকে যাই কত আল্পনা।
ভালোবাসা আত্মতৃপ্তি পায় তোমারই ছবি দেখে,
তোমার আমার প্রেম উপাখ্যান সে তো নয় তো কল্পনা।
ভালোবাসার বীথি বৃক্ষরাজি আর শুভ্র ফুলে ঘেরা,
আছে পাখির সুরেলা কূজন।
আমি ভালোবাসার জন্য হতে পারি মন লুটেরা,
তোমার জন্য দিতে পারি সবকিছু বিসর্জন।