সিএনএম:
শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ইসলামপুর ইউনিয়নে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ আগস্ট) বিকাল সাড়ে ৪টার সময় ইসলামপুর ইউনিয়ন পরিষদ মাঠে ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার আগে ১৫ আগষ্টের শহীদের আত্নার শান্তি কামনায় এক মিনিট নিরাবতা পালন ও দোয়া অনুষ্ঠিত হয়।
ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল হোসেন মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাহিম রাজ্জাক এমপি।
ইসলাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম বিটুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ডামুড্যা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধার হুমায়ুন কবির বাচ্চু ছৈয়াল, সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবলু সিকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ গোলন্দাজ, যুবলীগ নেতা সাংবাদিক আলী আজম, শিধলকুড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জানে আলম খোকন মাদবর।
উক্ত দোয়া ও আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি ফেরদৌস ওয়াহিদ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শামিম, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি কামাল হোসেন, উপজেলা সাবেক ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রুবেল মাদবর, সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান মন্টি মাঝী, ডামুড্যা পৌরসভা যুবলীগ নেতা লিমন মাদবর, উপজেলা ছাত্রলীগের সভাপতি এনামুল হক ইমরান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম বেপারী, ইসলামপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সরদারসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ।