সিএনএমঃ
বিএনপিকে হঁশিয়ারি দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আমরা কারো সাথে মারামরিতে নেই। ভয় দেখিয়ে লাভ নেই। শেখ হাসিনা আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করেন না।
শুক্রবার (২৫ নভেম্বর) বিকেল ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) পঞ্চম জাতীয় ত্রি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিএনপির হাতে আওয়ামী লীগের ২১ হাজার নেতা-কর্মী হত্যার রক্তের দাগ বলে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা বলেন- আমরা নাকি রক্ত ঝরাই। আমরা নয়; ১৫ আগস্ট, ৩রা নভেম্বর ও ২১ আগস্টের রক্তের দাগে আপনাদের হাতে।
তিনি বলেন, সরকারের উন্নয়ন দেখে বিএনপি নেতাদের গা জ্বলে, অন্তরে জ্বলে, জ্বালারে জ্বালা। শেখ হাসিনা শেষ পর্যন্ত পদ্মা সেতু করেই ফেললো। খুব শীঘ্রই মেট্রোরেল আসছে। বিএনপি নেতারা এতো বিষদাগার, মিথ্যাচার কেন করে বুঝেন না?
ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন স্বাচিপ সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সলান।