তিনি জানান, হানিফ পরিবহনের এসি বাস থেকে ৯ হাজার ৪০০ পিস ইয়াবা জব্দসহ তিনজনকে গ্রেফতার করা হয়। এসময় হানিফ পরিবহনের এসি বাসটি (রেজিঃ নং- ঢাকা মেট্রো-ব-১৫-২৮৫৯) জব্দ করা হয়।
তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিরস্ত্র) সাইফুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ যাত্রাবাড়ী থানার গোলাপবাগ সায়েদাবাদ বাস টার্মিনাল প্রান্তে টোল প্লাজার ১০০ গজ দক্ষিণে ইনকামিং রোডের সামনে থেকে হানিফ পরিবহনের এসি বাস তল্লাশি করে বাসের নিচে চ্যাসিসে চুম্বক দ্বারা লাগানো অবস্থায় ৯ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সবুজ, সাবেত, মোতালিবকে গ্রেফতার করা হয়।