সিএনএমঃ
র্যাব-১০ এর পৃথক অভিযানে নারায়ণগঞ্জের ফতুল্লা ও মুন্সিগঞ্জের সিরাজদীখান এলাকা হতে ইয়াবাসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
গতকাল রবিবার (২৩ আক্টোবর) র্যাব-১০ এর একটি আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন পূর্ব ইসদাইর এলাকায় একটি অভিযান পরিচালনা করে ৫৯০ (পাঁচশত নব্বই) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ ইমরান (৩৪) বলে জানা যায়। এসময় তার নিকট থেকে ০১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল মুন্সীগঞ্জ জেলার সিরাজদীখান থানাধীন ইমামগঞ্জ পূর্ব ব্রজেরহাটী এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে ১২১ (একশত একুশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ সাব্বির শেখ (২৬) ও ২। মোঃ সালাউদ্দিন দেওয়ান (৩১) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ০২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।