সিএনএমঃ
ঢাকার দক্ষিন কেরাণীগঞ্জ এলাকা হতে ১০ কেজি গাঁজা ও ১০২১ পিস ইয়াবাসহ ০৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার ( ২১ অক্টোবর) র্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিন কেরাণীগঞ্জ থানাধীন হাসনাবাদ রকি টাওয়ার এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা মূল্যের ১০ (দশ) কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোহাম্মাদ হাসান ভুইয়া (৩৭) বলে জানা যায়। এসময় তার নিকট থেকে ০১টি মোবাইল ফোন ও নগদ- ৩,০১৫/- (তিন হাজার পনের) টাকা উদ্ধার করা হয়।
গত ২০ অক্টোবর ২০২২ খ্রিঃ তারিখ র্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিন কেরাণীগঞ্জ থানাধীন হাসনাবাদ মাজার রোড এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে ১,০২১ (্এক হাজার একুশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের নাম ১। মোঃ সালমান (৩৩) ও ২। মোঃ নাঈম (২০) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ০১টি মোবাইল ফোন ও নগদ- ১,১৭৫/- (এক হাজার একশত পঁচাত্তর) টাকা উদ্ধার করা হয়।